Wednesday, 23 April 2014

আমাদের ভোটের কাজ

১৬ তম লোকসভা ভোট, সবাই কাজে ব্যস্ত। কি প্রার্থী, কি ভোট কর্মী, আমি একজন ভোট কর্মী, জেলার ভোটের কাজ কর্মের এক বিশ্বস্ত সৈনিক, আমি বিডিও হিসাবে এই বছর সেরা বিডিও হয়েছি, জেলার বিশ্বাস আমি ভোটের কাজ একটু ভাল বুঝি। তাই সবাই আমার উপর ভরসা করে।
আমিও তাদের বিশ্বাসের দাম রাখার চেষ্টা করি। জানিনা নিজে কতটা জানি, তবে যেটুকু জানি তা সবাইকে জানানোর চেষ্টা করি, জুনিয়ার বিডিও রা বিপদে পড়লে আমায় ফোন করে। হেল্প করতে পারলে খুব ভাল লাগে। এই ভোটের জন্য বেশ কিছু পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন ও বাংলা হ্যান্ড আউট বানিয়েছি, তা জেলাতে ছাপানো হয়েছে। আমার এই কাজের মুল্যায়ন আমার বেশ ভালো লেগেছে। চেষ্টা করেছি, এখনো করে চলেছি। জানি না ভবিষ্যতে কি আছে।